এগ্রিলাইফ২৪ ডটকম: আসন্ন রবি মৌসুমে পরিমিত সার,বীজ ও পানি ব্যবস্থাপনার মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সাথে মতবিনিময় সভা ২০২৫ আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আয়োজিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: ইকবাল হোসেন,উপজেলা নির্বাহী অফিসার,সাটুরিয়া, মানিকগঞ্জ, মো: জিয়াউর রহমান জিয়া,চেয়ারম্যান,ফুকুরহাটি ইউনিয়ন পরিষদ, মানিকগঞ্জ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মানিকগঞ্জ এর উপপরিচালক কৃষিবিদ শাহজাহান সিরাজের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে পরিমিত মাত্রায় রাসায়নিক সারের ব্যবহার, ভুট্টা চাষে কৃষকদের নিরুৎসাহিতকরণ, বিভিন্ন প্রণোদনা ও পুনর্বাসন সঠিকভাবে বাস্তবায়ন করা,জৈবসার ও জৈব বালাইনাশক ব্যবহার উৎসাহিতকরণ, খামারি এপস এর ব্যবহার সংক্রান্ত আলোচনা করা হয়। এছাড়াও এ সময় মাঠে বিদ্যমান রোগবালাই ও পোকামাকড় এবং সমসাময়িক কৃষি নিয়ে আলোচনা করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো: মতিয়ার রহমান,জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষিবিদ মোহাম্মদ মশিউর রহমান,অতিরিক্ত উপপরিচালক, ড. মোছা: মমতাজ সুলতানা,অতিরিক্ত উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মানিকগঞ্জ, তহমিনা শহীদ, অতিরিক্ত কৃষি অফিসার, সাটুরিয়া, সাটুরিয়া উপজেলায় অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও কৃষক প্রতিনিধি বৃন্দ।