আধুনিক অ্যাকোয়াটিক জীবাণুনাশক ‘জার্ম এক্স’-দ্রুত জীবাণু ধ্বংসে অত্যন্ত কার্যকর

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: মাছ ও চিংড়ি চাষে রোগ প্রতিরোধ ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে বাজারে এসেছে আধুনিক অ্যাকোয়াটিক জীবাণুনাশক ‘জার্ম এক্স’। এটি মেটামেড ফার্মা লিমিটেড বাজারজাত করছে।

চাষের পানিতে বিভিন্ন জীবাণু ও পরজীবীর আক্রমণে মাছ ও চিংড়ির উৎপাদন হ্রাস পায় এবং নানা ধরনের রোগ দেখা দেয়। এ সমস্যার কার্যকর সমাধান দিচ্ছে জার্ম এক্স। মাছ ও চিংড়ির রোগাক্রান্ত অবস্থায় প্রতি বিঘায় (৩৩ শতাংশ জমি) ১৫০-২০০ মিলি ব্যবহার করতে হবে। বাজারে এ পণ্য ১০০ ও ৫০০ মিলি প্যাক সাইজে পাওয়া যাচ্ছে।

জার্ম এক্স-এ প্রতি মিলি সলিউশনে রয়েছে বেনজালকোনিয়াম ক্লোরাইড ৮০%, যা দ্রুত জীবাণু ধ্বংস করে। ফলে চিংড়ির অ্যান্টেনা ও পা ঝরে যাওয়া, ক্যাটফিশের বার্ব ঝরে যাওয়া, মাছ ও চিংড়ির গিলরট, টেইল ও ফিনরটসহ নানা রোগ প্রতিরোধে এটি কার্যকর ভূমিকা রাখে। একই সঙ্গে অ্যালজি দূরীকরণ ও অ্যালগাল বুম নিয়ন্ত্রণ করে মাছ ও চিংড়ির দেহ পরিষ্কার, উজ্জ্বল এবং পুকুরের পরিবেশ সুস্থ রাখে।

এছাড়া জার্ম এক্স শুধু মাছ ও চিংড়ির জন্য নয়, বরং সুইমিং পুলের পানি বিশুদ্ধকরণেও ব্যবহার করা যায়। ফলে এটি চাষিদের কাছে একাধারে নির্ভরযোগ্য রোগনাশক ও পানিশুদ্ধিকারক সমাধান হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে।

পন্যটি সম্পর্কে বিস্তারিত জানতে ইমেইল করতে পারেন This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. এই ঠিকানায় অথবা যোগাযোগ করুনঃ 0140-6399199