প্রান্তিক পোল্ট্রি খামারকে টেকসই করতে স্বরূপকাঠিতে এজি এগ্রো'র কর্মশালা

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: দেশের প্রাণিজ প্রোটিনের চাহিদা পূরণে প্রান্তিক খামারিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু নানা কারিগরি ত্রুটি, রোগব্যাধি ও বাজার ব্যবস্থাপনার অভাবে অনেক খামারি লোকসানের মুখে পড়ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন সঠিক কারিগরি জ্ঞান, মানসম্মত খাদ্য ব্যবস্থাপনা এবং রোগ প্রতিরোধে সচেতনতা।

এসব বিষয় বিবেচনায় এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশের দক্ষিণাঞ্চলের স্বরূপকাঠিতে “ব্রয়লার ও লেয়ার পালন বিষয়ক কর্মশালা”-এর আয়োজন করে। ব্যাপক সংখ্যক প্রান্তিক খামারিদের অংশগ্রহনে একটি টেকসই ও লাভজনক খামার ব্যবস্থাপনা নিয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা হয়।

কর্মশালায় ডা. মোঃ শাহাদাত হোসেন তাঁর বক্তব্যে বলেন, “ রোগ থেকে খামারকে সুরক্ষিত রাখতে হলে প্রথমেই খামারের পরিচ্ছন্নতা, সঠিক বায়ো-সিকিউরিটি ব্যবস্থা এবং মানসম্মত ভ্যাকসিনেশন নিশ্চিত করতে হবে। পাশাপাশি খামারিদের নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ গ্রহণ করা জরুরি।”

কৃষিবিদ মুস্তাফিজুর রহমান বলেন, “খামার ব্যবস্থাপনায় ছোট ছোট পরিবর্তন যেমন সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ, খাদ্যের মান বজায় রাখা এবং পানির বিশুদ্ধতা নিশ্চিত করা এসবই খামারিকে লোকসান থেকে লাভের পথে নিয়ে যেতে পারে।”

জেডএম ওয়াসিফ খান মাঠ পর্যায়ে কারিগরি সহায়তা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “প্রান্তিক খামারিদের হাতে প্রযুক্তি ও জ্ঞান পৌঁছে দিতে পারলে তারা নিজেরাই টেকসইভাবে উৎপাদন বাড়াতে পারবেন।”

বক্তারা আরও বলেন, দেশের প্রাণিজ প্রোটিনের ঘাটতি পূরণে প্রান্তিক খামারিদের অবদান অপরিসীম। তাই তাদের মাঠ পর্যায়ে কারিগরি সহায়তা, প্রশিক্ষণ ও বাজার সংযোগ নিশ্চিতে সেক্টরের সকলকে এগিয়ে আসতে হবে।

কর্মশালার মাধ্যমে উপস্থিত খামারিরা নতুন দিকনির্দেশনা ও বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন, যা ভবিষ্যতে তাদের খামার ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে উপস্থিত খামারীরা আশা প্রকাশ করেন।