
এগ্রিলাইফ প্রতিনিধি: সম্প্রতি নরসিংদীর বেলাবো উপজেলা লাইভস্টক অফিস ও ভেটেরিনারি হাসপাতালে বায়োকেয়ার এগ্রো লিমিটেড-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রাণবন্ত এক খামারি কর্মশালা। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জুনায়েদ ইবনে হামিদ নাঈম।
কর্মশালায় খামারিদের সচেতনতা বৃদ্ধি, রোগব্যবস্থাপনা, আধুনিক বিজ্ঞানভিত্তিক খামার পরিচালনা ও লোকসান কমিয়ে লাভবান হওয়ার কার্যকর উপায়গুলো তুলে ধরা হয়। বায়োকেয়ার এগ্রো লিমিটেড তাদের বাজারজাত Bioxy Enviro, ATO X 100, Mentofin, Saife Plus Super পণ্যের সঠিক ব্যবহার, কার্যকারিতা ও নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করে।
অনুষ্ঠানে কোম্পানির পক্ষে উপস্থিত ছিলেন ন্যাশনাল সেলস ম্যানেজার মো. শরীফ হোসেন, ডেপুটি সেলস ম্যানেজার ডাঃ শামীম রহমান, কারিগরি কর্মকর্তা ডা. তানজিমুল ইসলাম সাফোয়ান (TSO), রিজিওনাল সেলস ম্যানেজার মো নাসির উদ্দিন, এরিয়া ম্যানেজার আব্দুর রহমান ও সিএমও ওমর ফারুক।
বক্তারা বলেন, সঠিক ব্যবস্থাপনা ও কার্যকর পণ্য ব্যবহারে রোগপ্রবণতা, মৃত্যুহার ও উৎপাদন ব্যয় কমে যায় যা সরাসরি খামারিকে লোকসান থেকে রক্ষা করে লাভজনক খামার গঠনে সহায়তা করে। কর্মশালায় এলাকার প্রায় ৪০ জন খামারি অংশগ্রহণ করেন এবং আধুনিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করেন।