নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার খামারিদের পাশে এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ প্রতিনিধি: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া বহুদিন ধরেই উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া অঞ্চল হিসেবে পরিচিত। তবে এখানকার পরিশ্রমী মানুষ নিজেদের উদ্যোগে পোল্ট্রি, ডেইরি ও মাছচাষের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করে প্রাণিজ আমিষের ঘাটতি পূরণে কাজ করছেন। এই সম্ভাবনাময় খাতকে আরও এগিয়ে নিতে খামারিদের পাশে দাঁড়িয়েছে এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এ উপলক্ষে আজ মঙ্গলবার ১৭ নভেম্বর হাতিয়ায় অনুষ্ঠিত এক কারিগরি মতবিনিময় সভায় ৪০ জন খামারী অংশ নেন। অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ শাহাদাত হোসেন, হেড অব টেকনিক্যাল, এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ ছাড়া প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারাও সভায় অংশ নেন।

সভায় ডা. শাহাদাত হোসেন খামারিদের দুধ, ডিম, মাছ ও মাংস উৎপাদন বৃদ্ধিতে আধুনিক খামার ব্যবস্থাপনা, সুষম খাদ্য প্রয়োগ, বায়োসিকিউরিটি, রোগ প্রতিরোধ, পাখি ও গবাদিপশুর পুষ্টিগত চাহিদা পূরণের কৌশলসহ নানা কারিগরি দিক তুলে ধরেন। তিনি জানান, বৈজ্ঞানিক পদ্ধতিতে উৎপাদন ব্যবস্থাপনা করলে দূরবর্তী অঞ্চলেও খামারগুলো লাভজনক হওয়া সম্ভব।

খামারিরা জানান, হাতিয়ার মতো প্রত্যন্ত এলাকায় বড় কোম্পানির কারিগরি সহায়তা পাওয়া ছিল দীর্ঘদিনের প্রত্যাশা। এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ নিয়মিত মাঠপর্যায়ে পরামর্শ, খামার পরিদর্শন, সমস্যা শনাক্তকরণ ও সমাধান প্রদানের মাধ্যমে তাদের উৎপাদন বৃদ্ধি ও রোগ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখছে।

খামারিদের মতে, এজি এগ্রোর ধারাবাহিক কারিগরি সহায়তা হাতিয়ার প্রাণিসম্পদ খাতকে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। কোম্পানির উদ্যোগটি গ্রামীণ অর্থনীতি এবং স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলছে।