
নাহিদ বিন রফিক (বরিশাল): বিনাধান-২০’র মাঠ দিবস ১৭ নভেম্বর বরিশাল সদরে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলার হিজলতলায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিনা) উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশালের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদরের উপজেলা কৃষি অফিসার উত্তম ভৌমিক।
বিনার ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ছয়েমা খাতুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুন নাহার, উপসহকারী কৃষি কর্মকর্তা মেজবাউদ্দিন প্রমুখ। মাঠ দিবসে ৫০ জন কৃষক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিনাধান-২০ আমনের জিংক এবং আয়রনসমৃদ্ধ ধান। এতে জিংকের পরিমাণ ২৬.৫ পিপিএম। আয়রন আছে ২০-৩১ পিপিএম। এই জাতের ধানের চাল দেখতে লালচে। জীবনকাল ১২৫-১৩০ দিন। হেক্টরপ্রতি ফলন ৪.৫-৫.৫ টন।