
মো. জুলফিকার আলী: বাংলাদেশ কৃষি পরমাণু গবেষণা ইনস্টিটিউট (বিনা), সুনামগঞ্জ এর আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট এর সহযোগিতায় বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহের সম্প্রসারণ এবং বিদ্যমান শস্যবিন্যাসে অন্তর্ভূক্তিকরণে করণীয় শীর্ষক ‘আঞ্চলিক কর্মশালা’ আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, মৌলভীবাজার এর সম্মেলন কক্ষে ০৯ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিএসসি’ র সদস্য এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের প্রফেসর কৃষিবিদ এ, এস, এম গোলাম হাফিজ। তিনি বক্তব্যে বলেন- সিলেট অঞ্চলে পাহাড়, টিলা ও হাওড় অনেক, প্রাকৃতিক দূর্যোগ বেশি হয় । হাওরে চাষবাদ উপযোগী নতুন জাত উদ্ভাবন এবং মাঠ পর্যায়ে কৃষকদের সমস্যা নিশ্চিত করে গবেষণা ট্রায়াল নিশ্চত করতে হবে। তিনি বিনা’র জাত ও প্রযুক্তি বিস্তারে গবেষণা ও সম্প্রসারণ বিভাগকে একত্রে সমন্বয়ে মাধ্যমে কাজ কাজ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
বিনার মৃত্তিকা বিজ্ঞান বিভাগের এসও মো. ফরহাদ হোসেনের সঞ্চলনায় কর্মশালায় সুধীজনদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন- বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক এবং পিএসও ড. মোহাম্মদ আশিকুর রহমান।
সিলেট অঞ্চলে বিনা ও গবেষণা কার্যক্রমের অগ্রগতি বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন- বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক এবং পিএসও ড. মো. মাহবুবুল আলম তরফদার। বিনা’র জাত ও প্রযুক্তি সম্প্রসারণে ২০২৪-২৫ অর্থ বছরের মাঠ পর্যায়ে বাস্তবানের অগ্রগতির তথ্য উপস্থাপন করেন- ডিএই মৌলভীবাজারের উপপরিচালক কৃষিবিদ জালাল উদ্দিন এর পক্ষে জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোহাম্মদ জালাল উদ্দিন সরকার; ডিএই হবিগঞ্জের উপপরিচালক কৃষিবিদ মো. আক্তারুজ্জামান এর পক্ষে অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ দ্বীপক কুমার পাল।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহস্থ বিনা’র পরিচালক (গবেষণা) ড. মো. হোসেন আলী; মৌলবীবাজারস্থ আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের পিএসও ড. মাহমুদুল ইসলাম নজরুল; ঢাকাস্থ এটিআই প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. কে, এম বদরুল হক।
দিনব্যাপী কর্মশালায় সিলেট অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন মৌলভীবাজর ও হবিগঞ্জ জেলার ডিএই, কৃষি তথ্য সার্ভিস, বারি, ব্রি, বিনা, এসআরডিআই, বীজ প্রত্যয়ন এজেন্সি, অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ ও কৃষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।