ফুলপুরে কৃষক সমাবেশে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ: ক্ষুদ্র কৃষকের মুখে স্বস্তির হাসি

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি বাজারে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত *কৃষক সমাবেশ, যেখানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন সবজির বীজ, মাছের পোনা, বিনা উদ্ভাবিত বোরো ধানের বীজ ও টি-শার্ট বিতরণ করা হয়। কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে স্বনির্ভরতা অর্জনে সহায়তা করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

সমাবেশের প্রধান অতিথি জনাব মোতাহার হোসেন তালুকদার, একমাত্র যুগ্ম আহ্বায়ক ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি ও ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বলেন যে কৃষকরাই দেশের প্রকৃত শক্তি এবং তাদের হাতে বিনামূল্যের বীজ-পোনা পৌঁছে দিয়ে উৎপাদন ব্যয় কমাতে বিএনপি ও কৃষকদল সবসময় কাজ করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এসব উপকরণ কৃষকদের আয় বাড়াবে, পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনবে এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানের উদ্বোধক কৃষিবিদ ডা. সফিউল আহাদ সরকার, সাবেক যুগ্ম মহাসচিব এ্যাব ও কেআইবি, বলেন' যে মানসম্মত বীজ ও মাছের পোনা কৃষকদের জন্য এক বিরাট সহায়তা। বিশেষ করে বিনা উদ্ভাবিত বোরো ধানের বীজ ফলন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা ক্ষুদ্র কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে সহায়তা করবে।

সমাবেশে সভাপতিত্ব করেন কৃষিবিদ একেএম আনিচ্ছুজ্জামান, সদ বোর্ড অফ ম্যানেজমেন্ট (বিনা) ও সহ-সাধারণ সম্পাদক কৃষকদল কেন্দ্রীয় কমিটি। তিনি বলেন, কৃষকদের জন্য সরাসরি মাঠে কাজ করাই কৃষকদলের অঙ্গীকার। বিনা উদ্ভাবিত বীজ ও উপকরণ বিতরণ কৃষকের ঘরে সমৃদ্ধি আনার পথকে সহজ করবে।

বিশেষ অতিথিদের মধ্যে কৃষিবিদ মনির উদ্দীন আহাম্মেদ, কৃষিবিদ জিয়াউর রহমান রেফি, কৃষিবিদ ডা. শাহাদাত হোসেন পারভেজ, কৃষিবিদ একরামুল হক স্বপন, কৃষিবিদ ডক্টর তারেক ও কৃষিবিদ ফয়জুর রহমান বলেন, বিএনপি ও এর অঙ্গ সংগঠন দীর্ঘদিন ধরেই কৃষকদের উন্নয়ন ও কল্যাণে কাজ করছে। তাঁরা উল্লেখ করেন, বিনামূল্যের এসব কৃষি উপকরণ কৃষকের উৎপাদন বাড়াবে, বাজারে সবজির সরবরাহ বৃদ্ধি করবে এবং মাছ চাষে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

সভায় আরো বক্তব্য রাখেন কৃষিবিদ শরিফুল ইসলাম, কৃষিবিদ বায়েজিদ আর নুর আরজু, কৃষিবিদ ফরহাদ হোসেন ও কৃষিবিদ আব্দুর রশিদ। তাঁরা বলেন, দলীয় নেতৃবৃন্দ নিয়মিত মাঠপর্যায়ে কৃষকদের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের সমস্যার সমাধানে কাজ করছেন।

এসময় আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ এস এম সামিউল আওয়াল, কৃষিবিদ দেলোয়ার হোসেন রনি সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যারা এই কার্যক্রমকে আরও সফল করে তোলেন।

সঞ্চালনায় ছিলেন কৃষিবিদ ডক্টর মোঃ সাদেকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এ্যাব, ময়মনসিংহ জেলা চ্যাপ্টার।

কৃষকদের উদ্দেশে নেতৃবৃন্দ জানান, বিএনপি এবং এর অঙ্গ সংগঠন কৃষকদের পাশে আছে এবং ভবিষ্যতেও কৃষকদের স্বনির্ভরতা ও অর্থনৈতিক উন্নয়নে মাঠে থাকবে। এই উদ্যোগে কৃষকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং তারা আশা করছেন এটি তাদের জীবিকা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।