
নাহিদ বিন রফিক (বরিশাল): অনাবাদি পতিত ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের সেমিনার আজ বরিশালের খামারবাড়ির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (ডিএই) ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার।
ডিএই ভোলার উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সহিদুল ইসলাম খান। সেমিনারে কী-নোট পেপার উপস্থাপন করেন ডিএই সদরদপ্তরের পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের উপপরিচালক ড. শাখাওয়াত হোসেন শরীফ। প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্প পরিচালক ড. আকরাম হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএই ভোলার জেলা প্রশিক্ষণ অফিসার ড. শামীম আহমেদ, হিজলার উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ রনি, ভোলা সদরের উপজেলা কৃষি অফিসার মো. কামরুল হাসান, বরিশাল সদরের উপজেলা কৃষি অফিসার উত্তম ভৌমিক প্রমুখ। দিনব্যাপি এই অনুষ্ঠানে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ১০০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সেমিনারে প্রধান অতিথি বলেন, সুস্থ ও সবলভাবে বেঁচে থাকার জন্য আমাদের পুষ্টি ও নিরাপদ খাবার খেতে হবে। আর তা সরবরাহে বসতবাড়ির আঙ্গিনা এবং পতিত জমি হতে এক চমৎকার উৎস। যদি সেখানে পরিকল্পিতভাবে বাগান করা যায়, তাহলে প্রাপ্ত শাকসবজি পারিবারিক চাহিদা পূরণ করেও বাজারে বিক্রি করে কিছু অর্থ উপার্জন করা সম্ভব।