তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বরিশাল সদরে কৃষিসিনেমা প্রদর্শন

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

নাহিদ বিন রফিক (বরিশাল): তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বরিশাল সদরে কৃষিসিনেমা প্রদর্শন করা হয়েছে। গতকাল (১৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সাহেবের হাটে কৃষি তথ্য সার্ভিস এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই সিনেমার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার শেখ হাবিবুর রহমান। বরিশাল সদরের কৃষি সম্প্রসারণ অফিসার মো. রাসেল-মনিরের সভাপতিত্বে অনষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অজিত কুমার দাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ফজলুর রহমান, কবি নজরুল সমাজ কল্যাণ ক্লাব ও পাঠাগারের সাবেক সাধারণ সম্পাদক মো. আ. সেলিম প্রমুখ।

অনুষ্ঠান শেষে কৃষিবিষয়ক বিভিন্ন লিফলেট এবং ফোল্ডার বিতরণ করা হয়। এতে তরুণসহ শতাধিক দর্শক সিনেমা উপভোগ করেন।