পাবনায় বিনার উচ্চফলনশীল সরিষার জাত সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

মোঃ গোলাম আরিফ: বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) কর্তৃক উদ্ভাবিত স্বল্প জীবনকাল সম্পন্ন উচ্চফলনশীল সরিষার জাতসমূহের প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে 'মাঠ দিবস' অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি ২০২৬ পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে বিনা উপকেন্দ্র ঈশ্বরদী এ 'মাঠ দিবস' এর আয়োজন করেন।

বিনা উপকেন্দ্র ঈশ্বরদীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মুহাম্মদ ফেরদৌস ইকবাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম প্রামাণিক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের কৃষিতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বিভাগীয় প্রধান ড. মোঃ হাবিবুর রহমান, উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আলী এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম, পাবনা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাকিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শৈলেন কুমার পাল প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা ভোজ্য তেলের আমদানি নির্ভরতা হ্রাস করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের ওপর গুরুত্বারোপ করেন। দেশের তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে বিনা উদ্ভাবিত আধুনিক জাতগুলো বিশেষ ভূমিকা রাখবে উল্লেখ করে তারা স্থানীয় কৃষকদের অধিক পরিমাণে বিনা সরিষার জাতসমূহ চাষাবাদে উদ্বুদ্ধ করেন।