
নাহিদ বিন রফিক (বরিশাল): তারুণ্যের উৎসব উপলক্ষ্যে পটুয়াখালীতে কৃষিসিনেমা প্রদর্শন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় সদর উপজেলার জনতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কৃষি তথ্য সার্ভিস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী সদরের উপজেলা কৃষি অফিসার মো. নাজমুল ইসলাম মজুমদার।
কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী সদরের কৃষি সম্প্রসারণ অফিসার মো. এখলাছুর রহমান এবং দুধলমৌ এ. কিউ. এম. মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বদরপুর ইউনিয়ন পরিষদের সদস্য লাভলী বেগম, গাবুয়া কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান মৃধা প্রমুখ।
চলচ্চিত্র প্রদর্শনে কুইজের আয়োজন করায় দর্শকের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কৃষি প্রযুক্তি সম্প্রসারণে চলচিত্র প্রদর্শন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এক্ষেত্রে শোনা এবং দেখা একই সাথে হয়। ফলে প্রযুক্তিগুলো কৃষকরা সহজেই মনে রাখতে পারেন। শিখনীয় এই প্রক্রিয়াটি পরিক্ষীত। এর সাথে কুইজ প্রতিযোগীতার আয়োজন করায় আরো আকর্ষণীয় এবং প্রাণোবন্ত হয়েছে। এই ধরনের অনুষ্ঠান অব্যাহত রাখার আহŸান জানান তিনি। প্রদর্শনে দুই শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ৫ জন কুইজ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন। কুইজ বিজয়ীরা হলেন- মো. মজিবুর রহমান সিকদার, রেখা আক্তার, মো. সুমন মাতুব্বর, মোসাম্মৎ লাভলী বেগম এবং মো. বাপ্পি মৃধা।