
এগ্রিলাইফ২৪ ডটকম:বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক (বিডিরেন) এবং হাইয়্যার এডুকেশন এক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফর্মেশন (এইচইএটি) প্রকল্পের যৌথ আয়োজনে ৬১ তম এশিয়া- প্যাসিফিক অ্যাডভান্স নেটওয়ার্ক (এপিএএন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৭ জানুয়ারি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ছাড়াও প্রায় ৩০টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, শিক্ষাবিদ, গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
৫ দিনব্যাপী সম্মেলনে বিশ্ববিদ্যালয় সমূহে ইন্টারনেট সুযোগ-সুবিধা বৃদ্ধি, সাইবার নেটওয়ার্ক চালু, সাইবার ক্রাইম বন্ধসহ ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন বিষয় উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা
উদ্বোধনী দিন সন্ধ্যায় ‘দ্য রেডিসন’হোটেলে অংশগ্রহণকারীদের সৌজন্যে “স্বাগত সান-ডাউন”এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।