ঝালকাঠিতে কৃষিসিনেমার আয়োজন

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

নাহিদ বিন রফিক (বরিশাল): তারুণ্যের উৎসবের অংশ হিসেবে ঝালকাঠিতে কৃষিসিনেমা প্রদর্শন করা হয়েছে। ২৫ জানুয়ারি সন্ধ্যায় নলছিটি উপজেলার ভৈরব পাশা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কৃষি তথ্য সার্ভিস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার শেখ হাবিবুর রহমান।

ভৈরব পাশা ইউনিয়নের প্রশাসক মো. অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা অপূর্ব লাল বিশ^াস, ইউনিয়ন পরিষদের সদস্য মো. জামাল প্রমুখ। প্রদর্শনে কৃষির বিভিন্ন প্রযুক্তি ভিডিওর মাধ্যমে দেখতে পেরে দর্শণার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

অনুষ্ঠান শেষে তাদের হাতে বিভিন্ন ধরনের ফল ও সবজি চাষাবাদ বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। এতে শতাধিক কিষাণ-কিষাণী অংশগ্রহণ করেন।