রংপুরে “সেইফ ফিড খামারি মেলা–২০২৬” অনুষ্ঠিত

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: খামারিদের জন্য আনন্দঘন পরিবেশে রংপুরে অনুষ্ঠিত হয়েছে “সেইফ ফিড খামারি মেলা–২০২৬”। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভিন্ন জগত পিকনিক স্পটে সেইফ ফিড, আর বি এগ্রো লিমিটেড (কেজিএস গ্রুপ) এর আয়োজনে এবং মানিক ট্রেডার্স, শাহজাহানপুর, বগুড়ার সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়। এতে ফিশ, পোল্ট্রি ও ক্যাটল ফিড সংশ্লিষ্ট শতাধিক প্রান্তিক খামারি অংশগ্রহণ করেন।

মেলায় উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. মিজানুর রহমান, জিএম, সেইফ ফিড; পুষ্টিবিদ সাইফি নাসির, এজিএম (ফিশ ফিড); মানিক ট্রেডার্স-এর প্রোপ্রাইটর মোঃ আমিরুল ইসলাম মানিক, মো. আনোয়ার সাদাত, এজিএম (নর্থ বেঙ্গল জোন); মো. আব্দুর রাজ্জাক, ডেপুটি ম্যানেজার এবং ডা. প্রবিত্র মোহন্ত, ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল সার্ভিস), কেজিএস গ্রুপ। অনুষ্ঠানে খামার ব্যবস্থাপনা, নিরাপদ ফিড ব্যবহার ও উৎপাদন দক্ষতা বৃদ্ধির বিষয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এছাড়াও বনভোজন, উন্মুক্ত আলোচনা ও বিনোদনমূলক আয়োজনের মাধ্যমে খামারিরা ব্যস্ত কর্মজীবনের ফাঁকে কিছুটা আনন্দ ও স্বস্তি উপভোগ করেন। অনুষ্ঠানে সেইফ ফিডের স্লোগান “এসো নির্ভেজাল খাদ্যে স্বপ্নপূরণ করি” খামারিদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।