নাটোরে খামার ব্যবস্থাপনায় সাফল্যের দিকনির্দেশনা দিল ‘পুষ্টিরাজ’ ফিড

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ প্রতিবেদক:নাটোরের গ্রিনভ্যালি পার্কে সম্প্রতি “সফল ও লাভজনক খামার ব্যবস্থাপনা” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের আয়োজন করে সম্রাট পোল্ট্রি এন্ড ডেইরি ফার্ম, ঈশ্বরদী, পাবনা। এতে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে শতাধিক পোল্ট্রি ও ডেইরি খামারি অংশগ্রহণ করেন।

সেমিনারের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা. সালাহউদ্দিন ভূঁইয়া, সিনিয়র এজিএম, আরমান ফিডস এন্ড ফিশারিজ লিমিটেড। তিনি তার বক্তব্যে আধুনিক ও বৈজ্ঞানিক খামার ব্যবস্থাপনা, সঠিক খাদ্য ব্যবহারের গুরুত্ব, রোগ প্রতিরোধ, উৎপাদন খরচ কমিয়ে লাভ বৃদ্ধি এবং খামারের টেকসই উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, সুষম ও মানসম্মত ফিড ব্যবহারের মাধ্যমে অল্প সময়ে কাঙ্ক্ষিত উৎপাদন পাওয়া সম্ভব, যা খামারিকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিপ্লব কুমার অধিকারী, এজিএম, উত্তরবঙ্গ রিজিয়ন। তিনি বলেন, আরমান ফিডস এন্ড ফিশারিজ লিমিটেড দীর্ঘদিন ধরে গবেষণালব্ধ মানসম্মত ফিড উৎপাদন করে আসছে। তিনি খামারিদের বাস্তব অভিজ্ঞতার আলোকে জানান, কোম্পানির উৎপাদিত “পুষ্টিরাজ” ফিড ব্যবহারে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, রোগের ঝুঁকি কমছে এবং সামগ্রিকভাবে খামারের লাভজনকতা বাড়ছে।

সেমিনারে অরো বক্তব্য রাখেন মোঃ সেলিম রেজা। এছাড়াও অভিজ্ঞ খামারি মোঃ আজমল হোসেন ও সজল মন্ডল তাদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন। তারা জানান, নিয়মিতভাবে “পুষ্টিরাজ” ফিড ব্যবহারের ফলে তারা ভালো ফলাফল পাচ্ছেন এবং অন্য খামারিদেরও এই ফিড ব্যবহারে উৎসাহিত করেন।

সেমিনারটি খামারিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের প্রশিক্ষণমূলক সেমিনার খামার ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মানসম্মত ফিড ব্যবহারে সচেতনতা তৈরি করে, যা শেষ পর্যন্ত দেশের পোল্ট্রি ও ডেইরি খাতকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রতাশ করেন উপস্থিত সকলে।