স্বাধীনতা দিবসে জাতীয় সৃতিসৌধে গবিসাসের শ্রদ্ধা

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

জনি শিকদার, গবি প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।

আজ মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১১ টায় গবিসাসের সভাপতি আখালক-ই-রাসূলের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা।

এসময় গবিসাসের সভাপতি আখালক-ই-রাসূল বলেন, একাত্তরের স্বাধীনতাকামী শহীদদের স্মরণে প্রতিবছরের ন্যায় এবারও শ্রদ্ধাজ্ঞাপন করেছে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় গবিসাসের উপদেষ্টা রিফাত মেহেদি, সাবেক সাংগাঠনিক সম্পাদক ধীরা ঢালিসহ গবিসাসের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।