কেআইবি, খুলনা জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-কেআইবি, খুলনা জেলা শাখার আয়োজনে রবিবার (০৫ মে) বিকেলে খুলনা অঞ্চলের কৃষিবিদদের মতবিনিময় সভা কৃষি তথ্য সার্ভিস, খুলনার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। কেআইবি খুলনা জেলা শাখার সভাপতি কৃষিবিদ মোঃ আব্দুল লতিফের সভাপতিত্বে কেন্দ্রীয় কার্যকরী কমিটির মহাসচিব ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ উইংয়ের পরিচালক কৃষিবিদ মোঃ খায়রুল আলম প্রিন্স প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কৃষিবিদ খায়রুল আলম কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের বিগত কয়েক বছরে অর্জন ও ভবিষ্যত পরিকল্পনা বিষয়ে সভাকে অবহিত করেন। তিনি আরও বলেন, খুব শীঘ্রই নতুন নেতৃত্ব প্রতিষ্ঠায় কেআইবি’র নির্বাচনের আয়োজন করা হবে। বিভিন্ন সার্ভিসে যোগদান করা নবাগত কৃষিবিদদের কেআইবি’র সদস্য হওয়ার জন্য অনুরোধ করেন। অঞ্চল ও ক্যাম্পাসভিত্তিক ভেদাভেদ ভুলে কৃষিবিদদের নায্য দাবী আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য মহাসচিব আহবান জানান।

বিভাগীয় শহরে কেআইবি’র নিজস্ব ভবন তৈরির জন্য পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, কেআইবি’র এখন অনেক কিছু করার সক্ষমতা আছে। তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যোগদানকৃত নবাগত কৃষি সম্প্রসারণ অফিসারদের কৃষকের পাশে থেকে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণে মনোনিবেশ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য অনুরোধ করেন।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন কৃষিবিদ অরুন কান্তি বিশ্বাস, কৃষিবিদ ড. এস এম ফেরদৌস, কৃষিবিদ মোহন কুমার ঘোষ, কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন, কৃষিবিদ জাকির হোসেন, কৃষিবিদ মিজান মাহমুদ, কৃষিবিদ জহিরুল ইসলাম, কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, কৃষিবিদ ড. পেরু গোপাল বিশ্বাস, কৃষিবিদ শারমিনা শামিম, কৃষিবিদ হাবিবুর রহমান প্রমুখ।