রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের রোটা বর্ষ-২০২৪-২০২৫ উদযাপন

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের রোটা বর্ষ-২০২৪-২০২৫ ভার্চুয়াল প্লাটফর্মে ১ জুলাই রাত ১২.০১ অনুষ্ঠিত হয়। প্রথমে রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফের সভাপতিত্বে রোটা বর্ষ ২০২৩-২৪ বছরের সম্পাদকের সংক্ষিপ্ত অভিব্যক্তি শোনেন। অতঃপর তিনি রোটা বর্ষ ২০২৪-২৫ এর সভাপতি রোটারিয়ান শিউলী হাসানকে ভার্চুয়ালি দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারিয়ান প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার, চার্টাড প্রেসিডেন্ট রোটারিয়ান হাসিবুল হাসান নান্নু, বর্তমান সেক্রেটারি রোটারিয়ান মো. আতিকুর রহমান, রোটারিয়ান খাজা খালেদ লিজার, রোটারিয়ান চৌধুরী মোখলেসুর রহমান এবং পরিশেষে বর্তমান সভাপতি তার বক্তব্যের মাধ্যমে আগামী দিনের সুন্দর রোটারি, সুন্দর বাংলাদেশ তথা এই ক্লাব সকলের সহযোগিতা কামনা করে অনুষ্ঠানটির সমাপ্ত করেন।