সিকৃবিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সা. উপলক্ষে সিকৃবি কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে ১৩ সেপ্টেম্বর শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে ক্বেরাত, হামদ-নাত, কুইজ, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির সদস্য সচীব ও খতীব হাফেজ মাওলানা মোঃ হারুন অর রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। উক্ত প্রতিযোগিতা অনূষ্ঠানটির শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ নাজমুল হক।

প্রথম দিনের প্রতিযোগিতায় শতাধিক শিশু-কিশোর স্বত:স্ফূর্তভাবে অংশ গ্রহন করেন।