শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের কল্যাণ হয় এমন কাজকে উৎসাহিত করতে হবে

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

মোঃ জনি শিকদার, গবি প্রতিনিধিঃ বিশ্ববিদ্যালয়ের সংবিধান তথা প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের কল্যাণ হয় এমন কাজকে উৎসাহিত করা এবং অকল্যাণ হয়,এমন কাজকে নিরুৎসাহিত করা আমার দ্বায়িত্ব। শিক্ষার্থীদের সকল বিষয়ে যুক্তিযুক্ত পরামর্শ দিয়ে সাহায্য করবো বলে মন্তব্য করেন গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়া কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল করিম।

শিক্ষার্থীদের সার্বিক সহোযোগিতায় কামনা করে নবনিযুক্ত ছাত্র উপদেষ্টা আরও বলেন, শিক্ষার্থীদের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে। ছাত্র উপদেষ্টা হওয়াকে আমি আমার অনেক বড় অর্জন মনে করি। কেননা এতে আমি দুটি ভালো কাজের সুযোগ পাচ্ছি। একটি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এবং অপরটি শিক্ষার্থীদের অকল্যাণ হয়। এমন কাজ গুলোর নিয়ে আমি কথা বলতে ও পরামর্শ দিতে পারবো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য জানান, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে ও যেকোনো প্রয়োজনে যথাযথ পরামর্শ ও কাউন্সিলিং এর লক্ষ্যে ছাত্র উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। নতুন ছাত্র উপদেষ্টা শিক্ষার্থীদের সকল সমস্যা সমাধানে মূখ্য ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নবনিযুক্ত ছাত্র উপদেষ্টা কে শুভেচ্ছা জানিয়ে ছাত্র-শিক্ষকের এক ব্যাতিক্রমী বন্ধন গঠন এবং যথাযথ পরামর্শ ও দিকনির্দেশনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমুন্নত রাখার আকাঙ্ক্ষা শিক্ষার্থী মহালে।

উল্লেখ্য যে, ড. মো. ফজলুল করিম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষি অনুষদের ডিন হিসেবে কর্মরত ছিলেন। ২০২৩ সালে গবির কৃষি অনুষদের যাত্রা শুরু হলে তাকে অনুষদটির ডিন হিসেবে নিয়োগ দেয়া হয়।