কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়-এর ভিসি পদে নিয়োগ পেলেন ড. মুহঃ রাশেদুল ইসলাম

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মুহঃ রাশেদুল ইসলাম। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোঃ শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ সাহাবুদ্দিন বিশ্ববিদ্যালয় আইন, ২০২১ এর ১০ (১) ধারা মোতাবেক অধ্যাপক ড. মুহঃ রাশেদুল ইসলামকে উপাচার্য (০২ ডিসেম্বর ২০২৪) আগামী ৪ বছরের জন্য নিয়োগ দিয়েছেন। যোগদানের দিন থেকে তাঁর এ নিয়োগ কার্যকর হবে।

উল্লেখ্য, প্রফেসর ড. মুহঃ রাশেদুল ইসলাম রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মাহিয়ারপুর গ্রামের মরহুম মোঃ খেতাব উদ্দিন মন্ডল ও মাতা মোছাঃ খয়রন নেছার কনিষ্ঠ (৬ষ্ঠ) সন্তান। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী এবং অস্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।