বাকৃবিতে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) “মৃত্তিকার যত্ন, পরিমাপ, পর্যবেক্ষণ এবং পরিচর্যা” প্রতিপাদ্যে বিশ্ব মৃত্তিকা দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে টিএসসির সামনে দিয়ে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। 

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় মৃত্তিকার সঠিক ব্যবস্থাপনা এবং পর্যবেক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।

এসময় মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক ইমরান আহাম্মদ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি.এম. মুজিবর রহমান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। 

আলোচনায় বক্তারা বলেন, মৃত্তিকার স্বাস্থ্য অবনতি খাদ্য উৎপাদনের জন্য হুমকি স্বরূপ। টেকসই কৃষি উন্নয়নের জন্য মৃত্তিকার সঠিক পর্যবেক্ষণ, যত্ন এবং ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। 

উল্লেখ্য, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর উদ্যোগে ২০১৪ সাল থেকে প্রতি বছর ৫ ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হচ্ছে। দিবসটির উদ্দেশ্য মৃত্তিকার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করা।