“এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ -এ মহান বিজয় দিবস ২০২৪ পালিত”

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

ক্যাম্পাস ডেস্ক: অদ্য ডিসেম্বর ১৬, ২০২৪ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)- এ যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন করা হয়। বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বর্ণিল আলোক সজ্জায় সজ্জিত করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হয়।

পরবর্তীতে র‌্যালিসহ শহীদ স্মৃতিস্তম্ভতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিজয় দিবস উপলক্ষে অত্র বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন সহ শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের বিজয় দিবস-২০২৪ উদযাপন কমিটির আহবায়ক, ড. মোঃ সাহেব আলী প্রামানিক -এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ভারপ্রাপ্ত) ড. মোঃ মাহাবুবুর রহমান।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ভারপ্রাপ্ত) ড. মোঃ মাহাবুবুর রহমান, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করার জন্য তিনি বীর মুক্তিযোদ্ধাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী,শিক্ষকসহ সকলকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাসহ বুকে ধারণ ও লালন করে, দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হবার জন্য আহ্বান জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের, ব্যবসা প্রশাসন অনুষদের এ্যাসোসিয়েট ডীন জনাব মোঃ ইউসুফ হোসেন খান, আইন বিভাগের বিভাগীয় প্রধান এসএম শহিদুল ইসলাম , বিজয় দিবস-২০২৩ উদ্যাপন কমিটির সদস্য সচিব ও প্রক্টর, জনাব ইকবাল মোঃ মাযহারুল ইসলাম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ সহ সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারিবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরাতন ছাত্র-ছাত্রীবৃন্দ।

পরিশেষে সভাপতি তাঁর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সম্পাপ্তি ঘোষনা করেন। - প্রেস বিজ্ঞপ্তি