বাকৃবিতে বাংলাদেশ বেতারের সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান 'সমতার আগামী'

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ বেতার কর্তৃক শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম এর আওতায় বহিরাঙ্গণ অনুষ্ঠান 'সমতার আগামী' অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টায় বাকৃবির শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই অনুষ্ঠানটি আয়োজিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের মহাপরিচালক জনাব এ এস এম জাহীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) জনাব মু. আনোয়ার হোসেন মৃধা, ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুফিদুল আলম, বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ শহীদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম বলেন, ময়মনসিংহ দেশের ঐতিহ্যবাহী একটি জেলা। ব্রহ্মপুত্র নদ-বিধত উর্বর ভূমি এবং শিক্ষা শিল্প ও সংস্কৃতির বিপুল আধার। এই ময়মনসিংহেরই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক ও অধ্যাপকগণ দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য অবদান রেখেছেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ বেতার বেশ কিছু সামাজিক আচরণগত পরিবর্তন বিষয়ক অনুষ্ঠান বেতারের মাধ্যমে প্রচার করে থাকে। সেটির অংশ হিসেবেই বাংলাদেশ বেতার বহিরাঙ্গণ কার্যক্রম পরিচালনা করছে।

সামাজিক আচরণগত পরিবর্তন সম্পর্কে তিনি বলেন, আমাদের শিশুকে নিয়ম অনুযায়ী টিকা দিতে হবে, গর্ভবতী মায়েদের পুষ্টিকর সুষম খাবার দিতে হবে, শিশুদের সঠিক সময়ে জন্ম নিবন্ধন করতে হবে, মেয়েদের ১৮ বছরের আগে বিয়ে না দেয়া, সন্তানদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক শিক্ষা নিশ্চিত করা, শিশুশ্রম বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, উত্তরাধিকার সম্পত্তির ক্ষেত্রে নারী পুরুষের সমান ভাগ নিশ্চিত করা ইত্যাদি।

"সরকার চায় একটি শক্তিশালী জনগোষ্ঠী গড়ে তুলতে আপনারা এগুলো মেনে চললেই তা সম্ভব হবে এবং ওই জনগোষ্ঠী দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। তখন আমরা পৃথিবীতে উন্নত জাতি হিসেবে গড়ে উঠতে পারব। তাই আমরা আপনাদের কাছে ২৩ টি সামাজিক পরিবর্তনগত বিষয়ে প্রতিশ্রুতি চাই।", তিনি বলেন।

ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম আরও বলেন, গণমাধ্যমের দ্বারা যেমন টেলিভিশন, রেডিও, প্রিন্ট ও অনলাইন মাধ্যমে তথ্য মন্ত্রণালয় সরকারের সকল কার্যক্রম প্রচারে ভূমিকা রাখে।

এসময় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর মহাপরিচালক সুফী জাকির হোসেন বলেন, বহিরাঙ্গণ এই আয়োজনটি মূলত শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়েছে। এই প্রকল্পের আওতায় ২৩ টি সামাজিক আচরণগত পরিবর্তন ঘটানোর কার্যক্রম রয়েছে। আমাদের সামাজিক প্রেক্ষাপটে বিষয়গুলি খুবই জরুরী।

এছাড়া সমাজে প্রচলিত ভুল ধারণা দূর করতে সাংবাদিকদের এগিয়ে আসা আহবান জানান তিনি।