বাকৃবিসাসের বার্ষিক স্মরণীকা উন্মোচন

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

বাকৃবি প্রতিনিধি: “নবজাগরণে দূর হোক কালো, জুলাই চেতনায় ফুটুক আলো” শিরোনামে বার্ষিক স্মরণীকা প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বাকৃবিসাস)। শনিবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) প্রশিক্ষণ কক্ষে স্মরণীকার প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে নবজাগরণের রঙিন প্রচ্ছদটি সজ্জিত করা হয়েছে। এছাড়াও বাকৃবির অধ্যাপকদের কৃষি উন্নয়ন বিষয়ক গবেষণার বিভিন্ন ফলাফল এবং বিগত বছরের সাংবাদিকদের স্মৃতিগুলো ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে।

স্মরণীকা প্রকাশ অনুষ্ঠানে জিটিআই-এর পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়ার সভাপতিত্বে এবং প্রশিক্ষণ কর্মশালার কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অনুরাধা ভদ্র। এছাড়া ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম এবং বাকৃবির ১৭ জন সাংবাদিকসহ বিভিন্ন বিভাগের সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

নবজাগরণ স্মরণীকা কমিটির আহ্বায়ক তানিউল করিম জীম জানান, "প্রতিবছরের মতো এবারও আমরা স্মরণীকা প্রকাশ করেছি। তবে এবার কিছু ভিন্নতা রেখেছি। এর অন্যতম হলো, জুলাই আন্দোলনে বাকৃবি শিক্ষার্থীদের অংশগ্রহণকে নান্দনিকভাবে ফুটিয়ে তোলা। সাধারণ কৃষকের উপকারে আসে এমন গবেষণাগুলো আমরা গুরুত্ব সহকারে তুলে ধরেছি। এছাড়াও ছাত্র জনতার আ‌ন্দোল‌নে বাকৃবি সাংবাদিকবৃ‌ন্দের ভূ‌মিকা এবং সাংবা‌দিক‌দের নী‌তি নৈ‌তিকতার বিষয়গু‌লো তু‌লে ধ‌রে‌ছি "।