বাকৃবি উদীচী শিল্পীগোষ্ঠীর নতুন কমিটি গঠন

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

বাকৃ‌বি প্রতি‌নি‌ধি: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংসদের ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পশুপালন অনুষদের অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পশু চি‌কিৎসা অনুষ‌দের শান্ত বর্মন।

আজ শনিবার (৪ জানুয়ারি) পশুপালন অনুষদের অ্যানিমেল সায়েন্স গ্যালারিতে এই কমিটি গঠন করা হয়।

কমিটির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. আলোমগীর হোসেন, অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, অধ্যাপক ড. তানভির রহমান এবং আবদুস সালাম রিপন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. পলি কর্মকার।

সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সৈকত বিশ্বাস ও প্রণব ঘোষ। সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে রয়েছেন রাকিবুল ইসলাম, রাইসুল আসাদ প্রিন্স, নবনীতা অধিকারী, আকাশ আলী, মঈন ইসলাম এবং নাসরিন সুলতানা পাপড়ি।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. এস. এ. এম. ইয়াহিয়া খন্দকার, অধ্যাপক ড. আ. খ. মো. গোলাম সারওয়ার, অধ্যাপক ড. মো. রফিকুল আলম, সিদ্ধার্থ চক্রবর্তী এবং সাইফুর রহমান আশিক।