ছাত্রদলের প্রথম শহীদ এ.টি.এম. খালেদের নামে বাকৃবিতে স্থাপনা প্রতিষ্ঠার দাবি

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম শহীদ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ( বাকৃবি) শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক বীর প্রতীক এ.টি.এম খালেদ সমগ্র কৃষিবিদ তথা সমস্ত ছাত্র সংগঠন এবং সারা বাংলাদেশের গর্ব। এটিএম খালেদের মত ছাত্রদলের নেতাকর্মীরা দেশের স্বার্থে রক্ত দিতেই ভালোবাসে যার প্রমাণ "জুলাই ২৪ "। কিন্তু বীর প্রতীক এটিএম খালেদের নামে বাকৃবিতে কোন হল, অডিটোরিয়াম বা কোন স্থাপনা নেই। আমরা মনে করি, বীর প্রতীক এটিএম খালেদ যদি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম শহীদ এবং প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক না হতেন তাহলে তার নামে বাকৃবিতে ঠিকই স্থাপনা হতো। আমরা আশা রাখি বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব শীঘ্রই এই বীর প্রতীকের সম্মানে উল্লেখযোগ্য স্থাপনা প্রতিষ্ঠা করবেন।

রবিবার (১২ জানুয়ারি) এ.টি.এম. খালেদের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এসব দাবি করেন বাকৃবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম।

এর আগে গত শনিবার (১১ জানুয়ারি) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে বীর প্রতীক এটিএম খালেদের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করে বাকৃবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

মহৎ প্রাণ এই ব্যক্তিত্ব শাহাদাত বার্ষিকীর আনুষ্ঠানিকতার শুরুতে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে অবস্থিত বীর প্রতীক এ.টি.এম. খালেদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা । এরপরে শুরু হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।

আলোচনা সভায় বাকৃবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটির আহবায়ক মো. আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম সরদার। আমন্ত্রিত অতিথির হিসেবে ছিলেন এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষিবিদ ডক্টর শফিকুল ইসলাম। এছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।