কনকনে শীতে এলাকাবাসীর পাশে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্য

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

শেকৃবি প্রতিনিধি: কুড়িগ্রাম শহর ও গ্রামের বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, প্রতিবন্ধী স্কুলসহ স্থানীয় বয়োজ্যেষ্ঠ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মুহ: রাশেদুল ইসলাম। ইতোপূর্বে তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ছিলেন।

শীতের তীব্র কনকনে ঠান্ডায় উত্তর জনপদের দরিদ্র মানুষের দুর্দশা দেখে উপাচার্য এই উদ্যোগ গ্রহণ করেন। শীতবস্ত্র বিতরণকালে উপাচার্য বলেন, “মানব সেবা আমাদের সকলের কর্তব্য। এই শীতকালে দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব।"

শীতবস্ত্র পাওয়া দুস্থরা উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই শীতবস্ত্র আমাদের জন্য শীত লাঘবে অনেক উপকারে আসবে”। তারা এই মহতী উদ্যোগের সাধুবাদ জানান এবং তাঁর সুস্থতাসহ দীর্ঘায়ু কামনা করেন।

এলাকার স্থানীয় বাসিন্দারা উপাচার্য প্রফেসর ড. মুহ: রাশেদুল ইসলামের এই উদ্যোগকে সাধুবাদ জানায় ও যেকোন প্রয়োজনে বিভিন্নভাবে সহযোগিতা করার আশ্বাস দেয়। সকল শ্রেণির মানুষই তার এই মানবিক কাজের প্রশংসা করেছেন। তারা বলেন, এই ধরনের উদ্যোগ সমাজের জন্য অনুপ্রেরণা।