এগ্রিলাইফ২৪ ডটকম: গত ২৬ জানুয়ারি ২০২৫: বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলা কমিটির কার্যনির্বাহী কমিটির সভা বিকেল ৪টায় রাজশাহীতে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোঃ জামাত খান।
সভায় বক্তব্য রাখেন বাপা রাজশাহী কমিটির সাধারণ সম্পাদক রোটা. ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ, সহসভাপতি পরিবেশবিদ মিজানুর রহমান, প্রকৌশলী জিয়া উদ্দিন আহমেদ, সেলিনা বেগম, আইন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক গোলাম নবী রনি, দপ্তর ও প্রচার সম্পাদক জাহিদ হাসান, এবং শিক্ষা বিষয়ক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ১০ ফেব্রুয়ারি বিকেল ৪টায় দরগাপাড়া পাঠাগার প্রাঙ্গণে নতুন জেলা কমিটি গঠন, রাজশাহীতে সম্মেলন ও সেমিনার আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।