বাকৃবিতে বঙ্গবন্ধু শেখ মুজিব হলের নামফলক অপসারণ, শিক্ষার্থীদের নতুন নাম প্রস্তাব

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বঙ্গবন্ধু শেখ মুজিব হলের নামফলক অপসরণ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থী। বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে মিছিল বের করেন। পরে তারা আব্দুল জব্বার মোড়ে একত্রিত হন। সেখান থেকে মিছিলটি বঙ্গবন্ধু শেখ মুজিব হলের দিকে অগ্রসর হয়।

পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিব হলের সামনের নামফলক ভেঙে ফেলে। তারা হলের নাম পরিবর্তনের দাবিতে স্লোগান দেন।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা হলের নতুন নামকরণের জন্য দুটি প্রস্তাব উত্থাপন করেন। তারা দাবি করেন, হলটির নাম পরিবর্তন করে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল’ অথবা ‘জুলাই ২৪ হল’ রাখা হোক। তারা দ্রুত হলের নাম পরিবর্তনের দাবি জানান এবং এ বিষয়ে প্রশাসনের সুস্পষ্ট সিদ্ধান্ত চান।