ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে "সর্বস্তরে বাংলা ভাষা- শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে" বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

মোঃ আমিনুল ইসলামঃ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঈশ্বরদী, পাবনার আয়োজনে, প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে "সর্বস্তরে বাংলা ভাষা- শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে" বিষয়ক কর্মশালা ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) আয়োজিত এ অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ লুৎফর রহমান, নির্বাহী পরিচালক, ছায়ানীড় এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর মান্দা উপজেলায় অবস্থিত শাহ্‌ কৃষি তথ্য পাঠাগার ও জাদুঘরের প্রতিষ্ঠাতা জনাব মো: জাহাঙ্গীর আলম শাহ, এআইপি। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ মো: সাইফুল আজম খান ।

কর্মশালায় মুল আলোচক অধ্যাপক মোঃ লুৎফর রহমান, প্রমিত বাংলা বানান এবং উচ্চারণের ওপর বিশদ আলোচনা করেন। এছাড়া তিনি শিক্ষার্থীদের মাঝে সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন এবং ভাষার শুদ্ধ উচ্চারণের কলাকৌশলের ওপর প্রাণবন্ত আলোচনা করেন।

বায়ান্নর ভাষা আন্দোলন থেকে এ পর্যন্ত ৭২ টি বছর পেরিয়ে গেছে তবে বাংলা ভাষার প্রতি যথার্থ মূল্যায়নে কিছুটা হলেও আমরা পিছিয়ে আছি। চীন, দক্ষিন কোরিয়া, জার্মানি, জাপান, তুরস্ক, সুইজারল্যান্ড, ফ্রান্স, ইরানি জাতি নিজের ভাষায় জ্ঞান-বিজ্ঞানের চর্চা করে বিশ্বে নিজেদের অবস্থানকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। অর্থনীতি, বিজ্ঞান, জ্ঞানে আজ এই দেশগুলো পরাশক্তি। ভাষার পরিশুদ্ধতার জন্য প্রতিটি ভাষায় সুনিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল বানান রীতি বা পদ্ধতি রয়েছে। বাংলা ভাষা পৃথিবীর সমৃদ্ধ ভাষাগুলোর অন্যতম একটি ভাষা অথচ বাংলা ভাষার কতকগুলো শব্দের ক্ষেত্রে দেখা যায়, নানা জনে নানা রকম বানান লিখছেন।

তাই বাংলা ভাষার শব্দসমূহকে নির্ভুল ও নিখুঁতভাবে উচ্চারণ ও লেখার জন্য বাংলা বানানের নিয়ম জানা আবশ্যক। বইয়ের ভাষা আর মুখের ভাষা এক নয়। মুখে যা উচ্চারণ করা হয় তা ভুল হলে তেমন ক্ষতি হয় না; কিন্তু লেখার ভাষার ভুল হলে তার কুফল বড় মারাত্মক হয়। এতে ভাষা বিকৃত হয় এবং অনেক সময় অর্থেরও পরিবর্তন হয়ে যায়।

এই কর্মশালায় প্রায় ৩০০ জন শিক্ষার্থী, উক্ত দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত শিক্ষক-শিক্ষার্থী সহ প্রায় ৩৫০ জন উপস্থিত ছিলেন।