বাকৃবিতে শহীদ জামাল হোসেন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

বাকৃ‌বি প্রতি‌নি‌ধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রদের আবাসন সংকট নিরসনে ১০ তলা বিশিষ্ট ১২শ সিটের শহীদ জামাল হোসেন হল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ওই হলের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া।

জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)–এর মাধ্যমে বাংলাদেশ সরকার এ নির্মাণ কাজে অর্থায়ন করছে। হলটির নির্মাণকাজের প্রাক্কলিত মূল্য ৮৬ কোটি ৯৪ লাখ ৭৫৩ টাকা, এবং চুক্তি মূল্য ৭৮ কোটি ২৪ লাখ ৬০ হাজার ৬৭৭ টাকা। এর মোট ফ্লোর আয়তন ১৭ হাজার ১৭৭ বর্গমিটার। এই হল নির্মাণ কাজ বাস্তবায়নের দায়িত্বে রয়েছে বাকৃবি প্রকৌশল শাখা।

এসময় উপস্থিত ছিলেন বাকৃ‌বি উপাচার্য অধ্যাপক ড এ‌কে ফজলুল হক ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দিন, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. আব্দুল আলীম ও প্রক্টোরিয়াল বডি, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ূন কবির, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবুর রহমানসহ বিভিন্ন হলের প্রভোস্ট এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, “শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনের জন্যই ১৯৮৮ সালের পুরাতন হল পুনর্নির্মাণের এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই হ‌লের শিক্ষার্থীরা অনেক কষ্ট করে অন্য হলে আশ্রয় নিয়েছেন, তাদের এই ত্যাগকে সম্মান জানাই। নতুন এই হলের সুযোগ-সুবিধা অন্যান্য হলের তুলনায় আরও উন্নত হবে। এটি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ মনোযোগ দেব।”