শাজাহানপুরে আশার আলো স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃবগুড়ার শাজাহানপুর আশার আলো পাবলিক স্কুল ও কোচিং সেন্টারে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।

খোট্টাপাড়া বিএনপি সভাপতি মতিউর রহমান মতির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল।

স্কুলে পরিচালক মিরাজুল ইসলাম ও শাহিনুর শাহীনের ব্যবস্থাপনায় অতিথি ছিলেন খোট্টাপাড়া সাধারণ সম্পাদক আবুল বাশার,সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা,ফাহিম ট্রেডার্স স্বত্বাধিকারী এনামুল হক,খোট্টাপাড়া ৫নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন,ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর আলম,প্রতিষ্ঠানের সহ-সভাপতি মামুনুর রশীদ,বিদ্যুৎসাহী সদস্য নুরুজ্জামান তুহিন,খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফ হোসেন সহ স্থানীয় শিক্ষানুরাগী,গন্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।