বাকৃবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

বাকৃবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের গ্যালারিতে এ আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও পশুপালন অনুষদের শিক্ষার্থী মো. আজিজুর হকের সভাপতিত্বে এবং সংগঠক মাসুদ রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জোনের কেন্দ্রীয় প্রতিনিধি ফুয়াদ হাসান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক সাকিব উল হাসান। এছাড়াও সংগঠনের সদস্য সচিব পিয়ার হোসেন মাসুম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলামসহ প্রায় ৭০ জন শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

এসময় মো. আজিজুর হক জানান, " আমরা এমন একটি সুন্দর ক্যাম্পাস গঠন করতে চাই, যেখানে কোনো ধরনের অন্যায় বা চাঁদাবাজি থাকবে না। ২৪ এর অভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশে যেন কোনো বৈষম্যের ঠাঁই না হয়, সে বিষয়েও আমাদের নজর দিতে হবে। এ লক্ষ্যে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।"

ফুয়াদ উল হাসান জানান, ৫ আগস্টের পর আমরা যে রকম ক্যাম্পাস আশা করেছিলাম, তা পাইনি। আমরা চাই, অভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা পুরো দেশে ছড়িয়ে পড়ুক, একটি সুন্দর দেশ গড়ে উঠুক। আর এর জন্য সংগঠিত হওয়া ছাড়া বিকল্প নেই। শিক্ষার্থীদের রাজনীতির সঙ্গে যুক্ত হতে হবে, তবে অবশ্যই রাজনী‌তি সচেতন হ‌তে হ‌বে, যাতে সকল অপকর্ম রুখে দেওয়া যায়।