মিরপুর কৃষিবিদ ওয়েলফেয়ার সোসাইটির ইফতার মাহফিল: কৃষিবিদদের মিলনমেলা

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ প্রতিনিধি: মিরপুর কৃষিবিদ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজ, ১৭ মার্চ ২০২৫, সোমবার, মিরপুর কাজীপাড়াস্থ কৃষিবিদ গ্রুপের মিলনায়তনে এক জমকালো ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের বরেণ্য কৃষিবিদরা উপস্থিত ছিলেন।

কৃষি সম্প্রসারণ বিভাগের প্রাক্তন মহাপরিচালক কৃষিবিদ জনাব মোঃ ইব্রাহিম খলিল-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিজ্ঞানী এবং কৃষিবিদ গ্রুপের এমডি, সোসাইটির উপদেষ্টা ড. মোঃ আলী আফজাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেষ্ঠ্য সহ-সভাপতি ড. মোহম্মদ শাহজাহান, উপদেষ্টা কৃষিবিদ ড. মোঃ আলমগীর, কার্যকরী সদস্য কৃষিবিদ ড. এম এ মান্নান, সহ-সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম খান সহ অনেক বিশিষ্ট কৃষিবিদ।

সমগ্র অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক কৃষিবিদ শরীফ মোঃ তসলিম রেজা।

উল্লেখযোগ্য যে, ২০১৩ সালে প্রতিষ্ঠিত এই সোসাইটিটি মিরপুর এলাকায় বসবাসরত কৃষিবিদদের একত্রিত করে বৃহত্তর মিরপুর ও আশেপাশের কৃষিবিদদের মধ্যে বন্ধন তৈরি করেছে, যা সমাজে একটি ইতিবাচক ভূমিকা পালন করছে।