বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ প্রতিনিধি: বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক এসোসিয়েশন (বি.ডি.এল.এ) কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল প্রাণিসম্পদ অধিদপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জনাব মোঃ আফসার আলী।

বিশেষ অতিথি** হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (প্রশাসন), পরিচালক (হিসাব, বাজেট ও নিরীক্ষা শাখা) , পরিচালক (উৎপাদন), পরিচালক (কৃত্রিম প্রজনন দপ্তর) , পরিচালক (পরিকল্পনা শাখা) , উপ-পরিচালক (প্রশাসন) , বিভিএ-এর মহাসচিব , ভ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি ও মহাসচিব, লাইভস্টক ক্যাডার এসোসিয়েশনের আহ্বায়ক, নন-ক্যাডার এসোসিয়েশনের সভাপতি ও মহাসচিব , বি.ডি.এল.এস.এফ-এর সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, ড্রাইভার এসোসিয়েশনের সভাপতি ও মহাসচিব সহ আরো অনেকে।

এছাড়াও অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও বি.ডি.এল.এ-এর নেতৃবৃন্দ এই মহতী আয়োজনে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অতিথিরা পবিত্র রমজানের তাৎপর্য ও লাইভস্টক খাতের উন্নয়নে সমন্বিত প্রয়াসের প্রয়োজনীয়তার ওপর আলোচনা করেন। পরে দেশের সমৃদ্ধি ও প্রাণিসম্পদ খাতের অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।