শেকৃবিতে এএসভিএম অনুষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

শেকৃবি প্রতিনিধিঃ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে ছাত্র-পরামর্শক অধ্যাপক ড. মোঃ আশাবুল হক, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী এবং এএসভিএম অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলমসহ অনুষদের শিক্ষক, কর্মকর্তা এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।