১৫০ গজ বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে গেল দুর্বৃত্তরা, বাকৃবির জিমনেশিয়ামে সংযোগ বিচ্ছিন্ন

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জিমনেশিয়ামে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুর্বৃত্তদের তার চুরির ঘটনায়। মঙ্গলবার (১৮ মার্চ) রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা জিমনেশিয়ামের সামনে থাকা মূল লাইনের বৈদ্যুতিক খুঁটি থেকে সংযোগ দেওয়া প্রায় ১৫০ গজ তার কেটে নিয়ে যায়। ফলে জিমনেশিয়াম বর্তমানে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে, যা শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

ভারপ্রাপ্ত প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. নজমুল ইসলাম জানান, 'গতকাল (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে দায়িত্বরত কর্মকর্তারা জিমনেশিয়ামের ভেতরে অন্ধকারের কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখতে পান, রাস্তার পাশ থেকে ১৫০ গজ তার চুরি হয়ে গেছে। এর আগের রাত ৮টা পর্যন্ত সবকিছু ঠিক ছিল। ইতিমধ্যে এই ঘটনায় তিনজনকে ধরে ময়মনসিংহের কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। তারা চুরির বিষয়টি স্বীকার করেছে। তবে তাদের পেছনে আরও কেউ জড়িত আছে কি না, তা শনাক্ত করার জন্য আমাদের লোকজন কাজ করছে। আশা করি খুব শীঘ্রই তাদের শনাক্ত করতে পারব।'

উল্লেখ্য, বাকৃবিতে সম্প্রতি মাইক্রোবাসসহ বেশ কিছু চুরির ঘটনা ঘটেছে, যা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে সামনে এনেছে।