এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশের কৃষি খাতকে এগিয়ে নিতে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে পরিচালিত চার বছর মেয়াদি কৃষি ডিপ্লোমা শিক্ষা কার্যক্রম বর্তমানে চরম বৈষম্যের শিকার বলে অভিযোগ করেছে 'কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলন'।
আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, দেশে ১৮টি সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) এবং অসংখ্য বেসরকারি কৃষি কলেজে প্রায় অর্ধলক্ষ শিক্ষার্থী অধ্যয়ন করছে। কিন্তু এই বিপুল শিক্ষার্থী জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষার সুযোগসহ বিভিন্ন ন্যায্য দাবিতে আন্দোলন করলেও সরকারিভাবে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
আন্দোলনকারীরা জানান, অতীতেও ২০০৮, ২০০৯ এবং ২০১৬ সালে এ দাবিগুলোর পক্ষে শান্তিপূর্ণ আন্দোলন হয়েছিল। বারবার দাবি যৌক্তিক হিসেবে স্বীকৃতি পেলেও আজও বাস্তবায়ন হয়নি। এতে শিক্ষার্থীদের মাঝে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।
সম্প্রতি কৃষি ও শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়ার পরও কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় আন্দোলনকারীরা আবারও রাজপথে নেমেছেন। তাদের ভাষ্য, দাবি না মানা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
আন্দোলনকারীদের উত্থাপিত ৮ দফা দাবি হলো—
১. কৃষি ডিপ্লোমা পাসকৃত শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ প্রদান।
২. উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে গেজেট প্রকাশ করে প্রজ্ঞাপন জারি এবং নিয়মিত নিয়োগ প্রদান।
৩. কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকসংকট দূরীকরণ।
৪. কৃষি ডিপ্লোমা শিক্ষা ডিএই-এর অধীন থেকে বের করে কৃষি মন্ত্রণালয়ের অধীন স্বতন্ত্র প্রতিষ্ঠানে রূপান্তর।
৫. কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদ শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষণ।
৬. বেসরকারি খাতে ডিপ্লোমা কৃষিবিদদের জন্য কমপক্ষে ১০ম গ্রেডের বেতন নির্ধারণ।
৭. কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য মাঠ সংযুক্তি ভাতা প্রদান।
৮. উপসহকারী কৃষি কর্মকর্তাদের জন্য চাকরিতে প্রবেশের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিং বাধ্যতামূলক করা।
আন্দোলনকারীদের অভিযোগ—
তাঁরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলেও বিভিন্নভাবে ছাত্রদের বদলি, ড্রপআউটসহ হুমকি দেওয়া হচ্ছে। যা শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।
আজকের মানববন্ধনের মাধ্যমে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।