বাকৃবি প্রতিনিধি: কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের মেধা ও অপেক্ষমান তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ও বিষয় পছন্দের আবেদন শুরু হয়েছে। বুধবার থেকে শুরু হওয়া সাতদিনব্যাপী এ কার্যক্রম আগামী মঙ্গলবার (২২ এপ্রিল) শেষ হবে। এর ফলাফল প্রকাশ করা হবে ২৭ এপ্রিল।
আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম।
তিনি আরও জানান, মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করার জন্য আগামী ২৮ এপ্রিল থেকে ২ মে’র মধ্যে অনলাইনে ভর্তির ফি বাবদ ১০ হাজার টাকা জমা দিতে হবে। প্রথম অটোমাইগ্রেশন শেষ হওয়ার পর শূন্য আসনের বিপরীতে অপেক্ষমান তালিকার শিক্ষার্থীদের প্রাপ্ত বিষয় ও বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল আগামী ৬ মে প্রকাশ করা হবে। এছাড়াও দ্বিতীয় অটোমাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে আগামী ১৪ মে।
জানা গেছে , এ বছর কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৮৬৩টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৮০ হাজার ৮৯০ জন শিক্ষার্থী। সেই হিসাবে উপস্থিতির হার ছিল প্রায় ৮৬ শতাংশ।
কৃষি গুচ্ছে অংশগ্রহনকারী ৯টি বিশ্ববিদ্যালয়ভিত্তিক আসন সংখ্যা হলো—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১১১৬, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৮০, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪২৩, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯ এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০টি।