বাকৃবির লাইব্রেরিতে যুক্ত হলো জিয়াউর রহমানের জীবনীভিত্তিক বই

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

বাকৃবি প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, আদর্শ ও অবদান নিয়ে লেখা বিভিন্ন গবেষণাধর্মী বই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে প্রদান করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদল।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে বইগুলো লাইব্রেরির পরিচালনা পর্ষদের হাতে তুলে দেন বাকৃবি ছাত্রদলে আহ্বায়ক মো. আতিকুর রহমান।

এসময় আতিক বলেন, "শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা, রাষ্ট্রনায়ক এবং দেশপ্রেমিক রাজনীতিক। তাঁর জীবন ও দর্শন শুধু ইতিহাস নয়, বরং ভবিষ্যতের দিকনির্দেশনা। নতুন প্রজন্মকে তাঁর আদর্শ ও সংগ্রামের কথা জানাতে হলে পাঠ্যাভ্যাস গড়ে তোলা জরুরি। এই বইগুলো সেই প্রয়াসকে এগিয়ে নেবে।"

তিনি আরো বলেন, "আমাদের তরুণ সমাজ আজ ইতিহাস বিমুখ হয়ে পড়ছে। তারা যেন প্রকৃত ইতিহাস জানতে পারে, সেজন্য গ্রন্থাগারে এমন মূল্যবান সংগ্রহ থাকা অত্যন্ত প্রয়োজনীয়। জিয়াউর রহমানের মতো একজন জাতীয় নেতার জীবনী পাঠ নতুন চিন্তার দুয়ার খুলে দিতে পারে। বিগত স্বৈরাচার হাসিনার শাসনকালে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে দোয়ায় ষড়যন্ত্রে লিপ্ত ছিল, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে শুরু করে সকল স্থানে তারা স্বাধীনতার ঘোষক-বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার কোন বই প্রদর্শনীতে বাধা দেয় যার ফলে সাধারণ শিক্ষার্থীরা সঠিক ইতিহাস জানা থেকে বঞ্চিত ছিল। আমাদের এই উদ্যোগ তরুণ সমাজকে দেশের ইতিহাস ও রাষ্ট্রনির্মাণে শহীদ জিয়ার অবদান সম্পর্কে জানার সুযোগ করে দিবে।

বাকৃবি লাইব্রেরিতে উপহার দেওয়া বইগুলোর মধ্যে রয়েছে- জিয়াউর রহমান: একজন মুক্তিযোদ্ধার রোজনামচা, জিয়াউর রহমানঃ বাংলাদেশের জনগণের হৃদয়ের স্পন্দন, ছোটদের জিয়াউর রহমান, বাংলাদেশী জাতীয়তাবাদ ও তারেক রহমান, জোতির্ময় জিয়া এবং কালো মেঘের দল, জিয়াউর রহমান আচ্ছাদিত ইতিহাস, শহীদ জিয়া-বি এন পি ও বাংলাদেশের রাজনীতি, রাষ্ট্রনায়ক জিয়া: বাংলাদেশ ভাবনায়, জিয়ার রাষ্ট্রদর্শন ও বাংলাদেশ, স্বাধীনতার ঘোষক এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজের লেখা বই- আমার রাজনীতির রুপরেখা।

এসময় বাকৃবির লাইব্রেরিয়ান মোঃ বোরহান উদ্দিন বইগুলো গ্রহণকালে বলেন, এই বইগুলো আমাদের সংগ্রহকে সমৃদ্ধ করবে এবং পাঠকদের ইতিহাস জানতে আগ্রহী করে তুলবে। আমরা কৃতজ্ঞ এ মহতী উদ্যোগের সাথে সম্পৃক্ত হতে পেরে।