জাপানের এনইএফের বৃত্তি পেলেন বাকৃবির ১০ শিক্ষার্থী

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

বাকৃ‌বি প্রতি‌নি‌ধি: জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) থেকে বৃত্তি পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চারটি অনুষদের ১০ জন মেধাবী শিক্ষার্থী। একাডেমিক ফলাফলে অসাধারণ কৃতিত্বের জন্য এনইএফের এই বৃত্তির তারা জন্য নির্বাচিত হন।

শুক্রবার (২৫ এপ্রিল) সকা‌লে এই তথ্য নিশ্চিত করেছেন বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম। এসময় বৃ‌ত্তি প্রাপ্ত শিক্ষার্থী‌দের মা‌ঝে বৃ‌ত্তির চেক তু‌লে দেন বাকৃ‌বি উপাচার্য অধ‌্যাপক ড. এ‌. কে. ফজলুল হক ভূঁইয়া।

এনইএ‌ফের বৃ‌ত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— ভেটেরিনারি অনুষদ : লারা সরকার ও মাহানি মোহনা আনসারী কেয়া ; কৃষি অনুষদ : রিফা নাঞ্জিবা জেনি, জান্নাতুল ফেরদৌস রিতু, সৈয়দা শামীমা আহমেদ শুচি এবং মো. নাবিউল হক ; পশুপালন অনুষদ : সায়মা সিদ্দিকা সাবা ও ঈশা আহম্মেদ এবং মৎস্য অনুষদ : মো. মিজানুর রহমান নাঈম ও আরাফিয়া জাহান।