বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৫ উপলক্ষে- "প্রাণীর সুস্থতায় বি.এল.এস-এর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও বর্ণাঢ্য র‍্যালি"

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: আজ ২৬ এপ্রিল শ্রীরামপুর, পুলিশ লাইন, রাজশাহীতে বাংলাদেশ লাইভস্টক সোসাইটি (বিএলএস) ও রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের যৌথ উদ্যোগে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। এবারের থিম "Animal Health Takes a Team"-এর আলোকে আয়োজিত এই অনুষ্ঠানে প্রাণীস্বাস্থ্য রক্ষায় সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ লাইভস্টক সোসাইটি (বিএলএস) ও রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল (ডিস্ট্রিক্ট ৩২৮২, বাংলাদেশ)। অনুষ্ঠানে মভাপতিত্ব করেন বি এল স-এর সভাপতি রোটারিয়ান প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার, প্রতিষ্ঠাতা ডীন, ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস অনুষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় । প্রধান অতিথি ছিলেন মো. ইসমাইল হক, উপ-পরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর, মূল আলোচক ছিলেন রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ লাইভস্টক সোসাইটি ও আইপিপি, রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এবং বিশেষ অতিথি মো. এনামুল হক (কোষাধ্যক্ষ, বিএলএস) ও মোছা. সেলিনা বেগম (সদস্য, বিএলএস) ছাড়াও আল আমিন, জিহাদ, কাজল, রুমি সহ রাজশাহীর গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসা ক্যাম্প রাজশাহীর শ্রীরামপুর এলাকার ২০০+ পরিবারের প্রাণী (গবাদিপশু, পোষ্য কুকুর-বিড়াল) বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সেবা পেয়েছে। কৃমিনাশক ও পুষ্টিকর সাপ্লিমেন্ট বিতরণ করা হয়। "প্রাণী স্বাস্থ্য সুরক্ষায় সবার অংশগ্রহণ" শ্লোগানে একটি বর্ণাঢ্য

সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়। বিশেষ আলোচনায় মূল আলোচক ড. হেমায়েতুল ইসলাম আরিফ বলেন, "প্রাণীস্বাস্থ্য রক্ষা শুধু একজন ভেটেরিনারিয়ানের দায়িত্ব নয়এটি চিকিৎসক, গবেষক, প্রশাসন, কৃষক ও ভোক্তার সম্মিলিত প্রচেষ্টার ফসল। বিশ্ব ভেটেরিনারি দিবসের থিম আমাদের এই বার্তাই দেয়।"

প্রধান অতিথি ড. ইসমাইল হক প্রাণীস্বাস্থ্য নীতিমালা শক্তিশালীকরণের ওপর জোর দেন। সভাপতি বলেন এই আয়োজনের মাধ্যমে প্রাণী ও মানুষের মধ্যে স্বাস্থ্য সংযোগের গুরুত্ব ফুটে উঠেছে। বিএলএস ও রোটারি ক্লাবের এই যৌথ উদ্যোগ ভবিষ্যতে প্রাণীস্বাস্থ্য সুরক্ষায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে সমন্বিত প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে।