শের-ই-বাংলা এ. কে. ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে শেকৃবি’র শ্রদ্ধাঞ্জলি

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

ক্যাম্পাস প্রতিনিধি: আজ রবিবার (২৭ এপ্রিল) শেরেবাংলা কৃষি বিশ^বিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ-এর নেতৃত্বে কৃষক শ্রমিক পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও বাঙালি জাতির শৃঙ্খল মুক্তির দিশারি, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, জাতীয় নেতা শের-ই-বাংলা এ. কে. ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে শেকৃবিতে অবস্থিত ম্যুরালে সকাল ১০:০০ টায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বাস যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে এ. কে. ফজলুল হকের মাজারে পুনরায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়ার আয়োজন করা হয়।

দোয়ায় এ মহান জাতীয় নেতার রুহের মাগফেরাত কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শেকৃবি’র ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, পরিকল্পনা উন্নয়ন ও ওয়াকর্স এর পরিচালক অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন, গবেষণা পরিচালক অধ্যাপক ড. এফ. এম. আমিনুজ্জামান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোঃ জামিলুর রহমান, ট্রান্সপোর্ট কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহযোগী পরিচালক অধ্যাপক ড. জসিম উদ্দিন, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোঃ তাজুল ইসলাম চৌধুরী ও অধ্যাপক ড. আশরাফী হোসেন, শেরেবাংলা হলের প্রভোস্ট অধ্যাপক মোঃ আব্দুল লতিফসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন অনুষদের ছাত্র-ছাত্রীবৃন্দ।

উল্লেখ্য যে, তৎকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শের-ই-বাংলা এ. কে. ফজলুল হক ১৯৩৮ সালের ১১ ডিসেম্বর ইস্ট বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। যা ২০০১ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত হয়।