রোটারি ক্লাব রাজশাহী সেন্ট্রালের ৭০তম সভা: ম্যাজিক রোটারি অ্যাওয়ার্ড ও প্রাণিস্বাস্থ্য ক্যাম্প নিয়ে আলোচনা

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল-এর ৭০তম নিয়মিত পাক্ষিক সাধারণ সভা ৩ মে ২০২৫ তারিখে রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত হয়। ক্লাব প্রেসিডেন্টের অনুপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট-ইলেক্ট রোটারিয়ান মো. মিজানুর রহমান।

সভায় জাতীয় পর্যায়ের “ম্যাজিক রোটারি অ্যাওয়ার্ড-২৫” আয়োজন, বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে ৬ মে আয়োজিতব্য প্রাণিস্বাস্থ্য ক্যাম্প এবং চলতি অর্থবছরের সমাপনী পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন সিপি রোটারিয়ান মো. হাসিবুল হাসান নান্নু, আইপিপি ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ, ডিরেক্টর প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার, ড. গোলাম মাওলা, আবুল বাসার পোল্টু এবং রোটারিয়ান মোহনা।

সভায় জানানো হয়, ৬ মে পুকুরিয়া হোপ-এ গবাদিপশু ও হাঁস-মুরগির জন্য এন্থ্রাক্স ও ক্ষুরা রোগসহ বিভিন্ন টিকা ও ওষুধ বিতরণ করা হবে। আইপিপি ড. আরিফ বলেন, “সুস্থ প্রাণী, সুস্থ জাতি” প্রতিপাদ্যে এই ক্যাম্প প্রাণিসম্পদ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে, সিপি হাসিবুল হাসান নান্নু বলেন, “ম্যাজিক রোটারি অ্যাওয়ার্ড-২৫ রোটারিয়ানদের সেবার স্বীকৃতি হিসেবে রোটারির ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।”