বিশ্ব থ্যালাসেমিয়া দিবস-২০২৫ উপলক্ষে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: বিশ্ব থ্যালাসেমিয়া দিবস-২০২৫ উপলক্ষে রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল-এর উদ্যোগে ৮ মে ২০২৫, বৃহস্পতিবার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারিকেল বাড়ীয়া ক্যাম্পাসে ব্র্যাক এআইএসপিদের অংশগ্রহণে এক সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট চিকিৎসক ডা. আল হেলাল মণ্ডল, ব্র্যাক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট (আইপিপি), রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল।

সেমিনারে থ্যালাসেমিয়া সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়। এটি একটি বংশগত রক্তরোগ, যা পিতামাতার জিনের মাধ্যমে সন্তানের মধ্যে সঞ্চারিত হয়। এটি সংক্রামক বা ছোঁয়াচে নয়। গুরুত্বপূর্ণ তথ্যসমূহ: যদি পিতা-মাতা উভয়েই বাহক হন, সন্তানের থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা ২৫%, বাহক হওয়ার সম্ভাবনা ৫০%, এবং সম্পূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনা ২৫%। একজন বাহক এবং অপরজন সুস্থ হলে, সন্তানের বাহক হওয়ার সম্ভাবনা থাকে ৫০%। প্রতিরোধের উপায়: বিবাহপূর্ব রক্ত পরীক্ষা (Premarital Screening): পাত্র-পাত্রীর থ্যালাসেমিয়া বাহকতা পরীক্ষা নিশ্চিত করা। জেনেটিক কাউন্সেলিং ও প্রিন্যাটাল ডায়াগনোসিস: গর্ভধারণের আগে ও পরে উপযুক্ত চিকিৎসা পরামর্শ গ্রহণ।

রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ তাঁর বক্তব্যে বলেন, "থ্যালাসেমিয়া প্রতিরোধযোগ্য। শুধুমাত্র সচেতনতা ও বিবাহপূর্ব স্ক্রিনিংয়ের মাধ্যমেই আমরা ভবিষ্যৎ প্রজন্মকে এই রোগের অভিশাপ থেকে রক্ষা করতে পারি। রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল-এর লক্ষ্য এই বার্তা সর্বত্র ছড়িয়ে দেওয়া।"

সভাপতি ডা. হেলাল মণ্ডল বলেন, "এই রোগে আক্রান্ত শিশুরা দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং রক্ত সঞ্চালনের উপর নির্ভরশীল হয়, যা অত্যন্ত ব্যয়বহুল। অথচ একটি সাধারণ রক্ত পরীক্ষাই পারে ভবিষ্যতের এই দুর্ভোগ রোধ করতে।"

সেমিনারটি সফলভাবে সম্পন্ন হয় সকল অংশগ্রহণকারীদের আন্তরিক অংশগ্রহণ ও সচেতন মনোভাবের মাধ্যমে। রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল ভবিষ্যতেও এধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে অংশ গ্রহনকারীগন মনে করেন।