শেকৃবি’তে আন্তঃ অনুষদ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: আজ ৯ মে ২০২৫ (শুক্রবার) ৩:৩০ ঘটিকায় শেরোবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃঅনুষদ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। ৪ দিন ব্যাপি এই খেলার শুভ উদ্বোধন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক।

উদ্বোধনী ম্যাচটি এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট (এবিএম) অনুষদ ও এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদ টিমদ্বয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলার টস করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনার সহযোগী পরিচালক অধ্যাপক ড. জসিম উদ্দীন। এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ টিমের ক্যাপ্টেন মোহায়মেনুল ইসলাম রিদ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। তাঁরা নিদির্ষ্ট ১৪ ওভারে ১১৭ রান করে। এবিএম অনুষদ টিম ২ ওভার বাকি থাকতে ৪ উইকেটে ১১৮ রান করে বিজয়ী হন। শেকৃবি ক্রিকেট ক্লাবের আহবায়ক, কীটতত্ত্ব বিভাগের এম এস শিক্ষার্থী শাহরিয়ার মুস্তাকিম বিল্লাহ অনুষ্ঠানের সঞ্চালনাকের দায়িত্ব পালন করেন।

১৪ ওভার রিশিষ্ট খেলায় মাইক্রোবায়োলজি এন্ড প্যারাসাইটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. এম এ মান্নান এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ টিমের তত্বাবধায়ক এবং শেরেবাংলা হলের প্রভোষ্ট ও কৃষি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোঃ আব্দুল লতিফ এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদ টিমের তত্বাবধায়কের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেরোবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র পরিচালক অধ্যাপক মোঃ আক্তার হোসেন । এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আগামী ২৩ মে ২০২৫ শুক্রবার ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার মৌন সম্মতি জ্ঞাপন করেছেন বলে জানা গেছে।