বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড (বিএসএসএফ)-এর ২০২৫-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড (বিএসএসএফ)-এর ২০২৫-২০২৭ দুই বছর মেয়াদের জন্য ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সাধারণ সদস্যদের প্রত্যক্ষ অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মো. বাহানুর রহমান। নির্বাচন বোর্ডের অন্য দুই সদস্য ছিলেন ডা. মো: এ সালেক, চীফ টেকনিক্যাল কনসালট্যান্ট, এসিআই এনিমেল হেল্থ ও ডা: মো: আলী ইমাম, ব্যবস্থাপনা পরিচালক, জিমসস্টেক ইন্টারন্যাশনাল। ঘোষণার পর সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গৃহীত হয়।

এই কমিটিতে সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. খালেদ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন সেইফ বায়ো প্রোডাক্টস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ সরোয়ার জাহান।

২০২৩-২০২৫ মেয়াদে নবনির্বাচিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:

কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন:

এক্স-অফিসিও সদস্য হিসেবে নতুন কমিটিতে যুক্ত হয়েছেন:

নতুন কমিটি নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে সকল সদস্য আশাবাদ ব্যক্ত করেছেন।