বাকৃবি শিক্ষার্থীর দল তৈরি করলো নিজস্ব সোশ্যাল মিডিয়া

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

বাকৃবি প্রতিনিধি-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তিন তরুণ উদ্ভাবকের দল 'টিম তিন উস্তাদ' তৈরি করেছেন একটি নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'বাউব্রেনিয়াম (BAUbrainium)'। দেশের ইতিহাসে এটিই প্রথমবারের মতো কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষার্থীদের উদ্যোগে তৈরি নিজস্ব একটি সামাজিক যোগাযোগ মাধ্যম।

বাউব্রেনিয়াম উদ্ভাবনের পেছনে রয়েছেন বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের বায়োইনফরমেটিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী- এ.কে.এম ফজলে হাসান রাব্বি নূর, মোহাম্মদ ফাহাদ হাসান এবং মোহাম্মদ দিদারুল আনোয়ার আফিফ।

মিডিয়াটির বিশেষ ফিচারগুলো নিয়ে উদ্ভাবকরা জানান, এতে বন্ধুদের জন্য 'সিক্রেট মেসেজ' পাঠানোর সুবিধা, শিক্ষকদের সংক্ষিপ্ত বক্তব্য পোস্ট করার সুবিধা, জুনিয়রদের উপদেশ দেওয়ার সুবিধাসহ আরো অনেক কিছু। এতে ডেটা এনক্রিপশনসহ নিরাপদ সার্ভার (ExonHost) ব্যবহার করা হয়েছে যাতে তথ্য চুরির ঝুঁকি নেই।

ওই শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের একটি ডিজিটাল প্ল্যাটফর্মে একত্রিত করার লক্ষ্য থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষকদের অনুপ্রেরণামূলক বক্তব্য, অ্যালামনাইদের উচ্চশিক্ষা ও ক্যারিয়ারসংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা, ও জুনিয়রদের জন্য উপদেশসমূহ একত্রে সংরক্ষণের মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক কমিউনিটি গড়ে তোলাই বাউব্রেনিয়ামের মূল উদ্দেশ্য।

এ বিষয়ে দিদারুল আফিফ বলেন, 'আমরা ডেটার নিরাপত্তা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি এবং স্পর্শকাতর তথ্য যেহেতু আমরা নিচ্ছি না তো ডাটা নিরাপত্তা দেওয়া আরও সহজ হয়ে যাচ্ছে।'

তারা বলেন, 'ফেসবুক বা অন্যান্য মাধ্যমে বাকৃবির তথ্য ছড়িয়ে থাকলেও, একটি কেন্দ্রীয় নিজস্ব যোগাযোগ মাধ্যম কখনো ছিল না। আমরা সেই শূন্যস্থান পূরণ করতেই এগিয়ে এসেছি। এটি শুধু একটি সোশ্যাল মিডিয়া নয়, এটি হবে বাকৃবিয়ানদের আবেগ ও গর্বের জায়গা।'

বর্তমানে এটি বেটা ভার্সনে চালু হয়েছে, পরীক্ষামূলকভাবে এক মাসের জন্য। তবে খুব শিগগিরই মূল ভার্সন উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। www.baubrainium.xyz লিংকে ওয়েব ভার্সন ও www.tinustad.xyz/baubrainium.apk লিংকে অ্যাপটি পাওয়া যাবে।

অ্যাপটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উদ্ভাবকরা জানান, ক্লাসের সময়সূচি, রিয়েল-টাইম বাস ট্র্যাকিং, একাডেমিক ক্যালেন্ডার, অফিসিয়াল নোটিশ, ক্যাম্পাস সংবাদ, চাকরি ও ইন্টার্নশিপ বিজ্ঞপ্তি, বিভাগভিত্তিক আলোচনা ফোরামসহ আরো অনেক সুবিধা যুক্ত করা হবে।

তবে এ সমস্ত সেবা বাস্তবায়ন করা হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতির ভিত্তিতে। উদ্যোক্তারা জানান, "আমরা প্রযুক্তিগতভাবে এখনো শিখছি, তাই কোনো ভুল-ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তাই সহযোগিতার জন্য অ্যাপে Help and Support অপশনও রয়েছে।"

প্ল্যাটফর্মটিতে যুক্ত হয়ে একটি ডিজিটাল শিক্ষার্থী কমিউনিটি গড়তে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক ও অ্যালামনাইদের আহ্বান জানান 'টিম তিন উস্তাদ'।